কিম জন উনের মৃত্যুর জল্পনা
সিউল,২৬,এপ্রিল: উত্তর কোরিয়ার সর্বেসর্বা রাষ্ট্রপতি কিম জন উন যাকে নিয়ে সমস্ত পৃথিবী আতঙ্কে থাকে ,সেই ব্যক্তির মৃত্যু নিয়ে ছড়িয়েছে নানা জল্পনা ,কৌতুহল, ভূয়ো খবর বিভিন্ন স্যোসাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে।।তাহলে আসল সংবাদ টা কী?গত কয়েক দিন ধরে হৃদরোগের সমস্যায় ভূগছিলেন এই উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি।এখন তিনি চিকিৎসাধীনে রয়েছেন।জাপান, হংকং প্রভৃতি নানা দেশের সংবাদ মাধ্যম কিম জন উনের মৃত্যুর সংবাদনিয়ে জল্পনা প্রচার করছে।উত্তর কোরিয়ার এই রাষ্ট্রপতিকে সংবাদ মাধ্যমের সামনে শেষবারের মতো দেখা যায় ১১ এপ্রিল।উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম ও বন্ধুদেশ চিনের কাছ থেকে কিম জন উনের মৃত্যু বিষয়ক কোন সংবাদ প্রকাশ করা হয়নি।চিন থেকে একদল বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হচ্ছে কিম জন উনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য।
0 Comments