নিউ দিল্লী : আমরা আগে থেকে লকডাউন করেছি তাই অন্যান্য প্রভাবশালী দেশের পরিস্থিতি থেকে আমরা অনেক ভালো আছি, যদিও এই তুলনা করা উচিত নয়, তবুও আগামী দিনে আমাদের পরিস্থিতি খারাপ হতে চলেছে তাই ভারতের লকডাউন 3রা মে পর্যন্ত বাড়ানো হলো। 20ই এপ্রিল পর্যন্ত যদি দেখা যায় কোনো স্থান করোনার হটস্পট না হয় তাহলে কিছুটা ছাড় পাবেন, লকডাউন শিথিল করা হবে। তবে নিয়ম ভাঙলে বা হটস্পট হওয়ার সম্ভবনা থাকে তাহলে আবার লকডাউন শুরু হবে। আর এটি শ্রমিকদের কথা ভেবে করা হয়েছে। আগামী কাল বিস্তারিত গাইডলাইন্স আসছে এই বিষয়ে। কেন্দ্র সরকার চেষ্টা করছে যাতে কৃষকদের কম কষ্ট হয়। আমাদের পর্যাপ্ত মেডিক্যাল ও বিভিন্ন উপকরণ আছে। আমাদের 1 লক্ষ বেডের ব্যাবস্থা করা হয়েছে, আর 600 টি হাসপাতাল শুধুমাত্র করোনা ভাইরাসের রোগীদের জন্য তৈরি করা হয়েছে। আমাদের দেশের বৈজ্ঞানিক ও যুবকরা যদি সামনে এগিয়ে এসে ভ্যাকসিন তৈরি করার ইচ্ছা প্রকাশ করছি।
আমার এই 7টি কথা আপনারা শুনুন:
১. বাড়ির বয়স্কদের খেয়াল রাখুন।
২. লকডাউনের সম্পূর্ণ পালন করুন।
৩. নিজের ইমিউনিটি বাড়ান, গরম জল পান করুন।
৪. আরোগ্য সেতু মোবাইল আপ ডাউনলোড করুন, এবং সবাইকে করতে বলুন।
৫. গরিবদের সাহায্য করুন, তাদের খেতে দিন।
৬. আপনার সাথে যারা কাজ করছে তাদের কাজের থেকে বের করবেন না।
৭. দেশের করোনা যোদ্ধা - স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাফাই কর্মীদের সন্মান করুন।
সম্পূর্ণ নিষ্ঠার সাথে 3রা মে পর্যন্ত ঘরের মধ্যেই থাকুন।
0 Comments