Google Ads

কাজ হারিয়ে গরিব হবেন দেশের বহু মানুষ বললেন RBI এর প্রাক্তন গভর্নর ডি সিব্বারাও

কাজ হারিয়ে গরিব হবেন দেশের বহু মানুষ বললেন RBI এর প্রাক্তন গভর্নর ডি সিব্বারাও

নয়াদিল্লি 28 এপ্রিল: সারা বিশ্বজুড়ে একটাই চর্চা চলছে সেটা হল করোনাভাইরাস। করোনা ভাইরাসের থাবায় বিশ্বের অনেক দেশের নাজেহাল অবস্থা ভারতও এর বাইরে নয়। করোনা মোকাবেলায় দেশজুড়ে চলছে লকডাউন। মারণ ভাইরাসের সংক্রমণ দেশজুড়ে উদ্বেগ আরো বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে লকডাউন বাড়ানোর ভাবনা  তৈরি হচ্ছে বিভিন্ন মহলে। তবে লকডাউন আরো বাড়ানো হলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরো জটিল হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর সুব্বারাও। এর ফলে গরিব মানুষ আরো গরীব হবে বলে তার আশঙ্কা। এই প্রাক্তন গভর্নর বলেন অধিকাংশ বিশ্লেষক মনে করেন এ বছর ভারতের বৃদ্ধির হার নেতিবাচক বা সামান্য হতে পারে। করোনা পরিস্থিতির দুই মাস আগে বৃদ্ধির গতি ছিল ধীর এখন সেটা পুরোপুরি থমকে গিয়েছে কাজ হারাতে পারে দেশের অনেক মানুষ তিনি বলেন আমরা খুবই গরীব দেশ। শীঘ্রই লকডাউন প্রত্যাহার করা না হলে বহু মানুষ জীবন ধারণের ক্ষমতারও নিচে চলে যাবে। দেশের সম্পদ ধ্বংস হয়ে যায়নি, দোকান কারখানা খোলা রয়েছে। লকডাউন উঠলে দেশবাসী কাজে নামতে মুখিয়ে রয়েছেন। লকডাউন কে বিভিন্ন শর্ত অনুযায়ী অবিলম্বে ওঠানোর চেষ্টা করতে হবে। করোনা ভাইরাসের মোকাবেলায় ভারত সরকারের পদক্ষেপ ও কর্মকাণ্ডকে উনি ইতিবাচক বলে আখ্যা করেছেন।

Post a Comment

0 Comments