Google Ads

কোভিভ -19 নোবেল করোনার উৎস চীনের উহান প্রদেশে, দাবি ফরাসি নোবেল জয়ী চিকিৎসাবিদ ড: লুক মন্তেনিয়ার।

কোভিভ -19 নোবেল করোনার উৎস চীনের উহান প্রদেশে, দাবি ফরাসি নোবেল জয়ী চিকিৎসাবিদ ড: লুক মন্তেনিয়ার।

প‍্যারিস,2 মে: 2008 সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ী এইচআইভির আবিষ্কারক ফরাসি বায়োলজিস্ট ড: লুক মন্তেনিয়ার বলেন, HIV আবিষ্কারের সময় এই কেভিড -19 এর জন্ম হয়, এর গঠনের সঙ্গে HIV ও ম্যালেরিয়ার জীবনের প্রচুর মিল আছে। তিনি বলেন যে চীনের ইউনান প্রদেশের বায়োল্যাবে এই কোভিড 19 ভাইরাসের জন্ম।চিনের বিজ্ঞানীরা এই তথ্য ধামাচাপা দেওয়ার জন্য নিউইয়র্কের এপিক টাইমসে প্রকাশিত করোনা রহস্যের তথ্যচিত্রে জানান যে নোবেল করোনার জন্ম ইউয়ানের ওয়েট মার্কেটে নয়। করুণা আক্রান্তদের সঙ্গে এই বাজারের কোন যোগসূত্র নেই , বাদুরের শরীরে পাওয়া করোনা মানুষের শরীরে সংক্রামিত হয় না কিন্তু ড: লুক বলেন যে ইউয়ানের বায়ো ল্যাবে এই ভাইরাসের উপর গবেষণা করছিলেন বিজ্ঞানী সিজিং লি নামে বায়োলজিস্ট। তিনি প্রায় দেড় দশক ধরে বাদুড়ের শরীরে সংক্রমিত হওয়া করোনা ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হয় কিনা সেটা নিয়ে বিশদ গবেষণা করছিলেন। বিজ্ঞানী ইয়াং বলেন বাদুড়ের শরীরে যে করোনাভাইরাস পাওয়া যায় সেই দুটি ভাইরাসের সঙ্গে এবং অপর দিকে ম্যালেরিয়া ও এইচআইভি ভাইরাসের সঙ্গে এই ভাইরাসের মিল রয়েছে। বিজ্ঞানীদের কাছে এটা স্পষ্ট যে  একমাত্র বায়ো ইঞ্জিনিয়ারিং এ এক মাত্র করা সম্ভব।

Post a Comment

0 Comments