আজকের তাজা 6 টি খবর
11 মে নিজস্বসংবাদাতা:
1. তিন কোটি জাল রেশন কার্ড বাতিল করল সরকার। আপনার নাম নেই তো ? এই বাতিলের খাতায় ।দেখে নিন ।কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন রেশন কার্ড ডিজিটাল করার সময় ও আধার লিংক এর সময় প্রায় তিন কোটি জাল কার্ড পাওয়া গিয়েছে। এই সমস্ত কার্ড বাতিল করে দেওয়া হয়েছে ।দেশের প্রায় 80 কোটি লোকের রেশন কার্ড রয়েছে। আপনার রেশন কার্ড যদি বাতিল হয়ে যায় তাহলে খাদ্য বিভাগে গিয়ে এর বিষয়ে জানতে হবে
2 .প্রতিদিন 300 টি করে বিশেষ ট্রেন চালাতে তৈরি আছে ভারতীয় রেল জানালো রেলমন্ত্রী পীযূষ গোয়েল । ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ্রীয় সরকার তথা
রেলমন্ত্রক প্রস্তুত আছে। রবিবার রেলমন্ত্রী জানিয়ে দেন রাজ্যগুলির সহযোগিতা পেলে এই কাজে ঝাঁপিয়ে পড়বে রেল। ইতিমধ্যেই শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন চালানো হয়েছে যার ফলে দেশজুড়ে সাড়ে তিন লাখেরও বেশি শ্রমিক ঘরে ফিরেছেন বলে দাবি করেন রেলমন্ত্রী 3. এসবিআই গ্রাহকদের জন্য দুঃখের খবর। ফিক্সড ডিপোজিট এর সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক, 12 ই মে 2020 থেকে 2 কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট এর নতুন সুদের হার লাগু হতে চলেছে। ইতিমধ্যেই তিন বছর পর্যন্ত এফবিতে সুদের হার 0.20 শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে । ব্যাংকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সিস্টেম ও ব্যাংক লিক্যুইডিটি কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
4. হোম ডেলিভারি হবে মদ। শুধুমাত্র লকডাউন চলাকালীনই এই সুবিধা পাওয়া যাবে। উল্লেখ্য স্টেট ভেবারেজ কর্পোরেশন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে যেখান থেকে 21 বছরের উর্ধ্বে ব্যক্তি মদ কিনতে পারবেন। মদ কিনতে হলে প্রথমে আপনাকে Website এই ওয়েব পেজে গিয়ে নিজের ফোন নাম্বার দিতে হবে। তারপর আপনার পুরো নাম, আপনার বাড়ির ঠিকানা, কাছের ল্যান্ডমার্ক, শহরের পিন কোড সহ নিজের ইমেইল আইডি দিয়ে ফরমটি ফিলাপ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ফিরে যেতে হবে আপনাকে আগের ওয়েবপেজে সেখানে গিয়ে ফোন নাম্বার দিয়ে লগইন করতে হবে তারপর সেখান থেকে দোকান বেছে নিয়ে মদের অর্ডার করতে পারবেন
5.ঋণ নেওয়ার জন্য বন্ধক রাখতে হতে পারে পারমানবিক বোমা এমনই আর্থিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে পাকিস্তান। বিষয়টি হাস্যকর হলেও সত্যি। করোনার জেরে পাকিস্তানের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ জানিয়েছেন পাকিস্তানের ওপর আবার ঋণের বোঝা চাপতে পারে। সে ক্ষেত্রে আইএমএফের মত সংগঠনের থেকে ঋণ চাইতে হতে পারে। ঋণ নিতে গেলে পাকিস্তানের পরমাণু বোমা বন্ধ রাখতে হতে পারে। 6 .বাড়তে পারে লকডাউন। রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সোমবার বেলা তিনটার সময় ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে থাকবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃতীয় দফা বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদী তারপর কি হবে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বৈঠকে বসছেন তিনি ।
0 Comments