বিশ্বের নেতা ভারত"এটাই হোক মন্ত্র বললেন প্রধানমন্ত্রী
বিশ্বের নেতৃত্ব দানের লক্ষ্যে আত্মনির্ভরতা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মার্চের পর থেকে দেশবাসীর উদ্দেশ্যে পঞ্চম ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন কোভিড -19 এর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী শুধু নয় এরপর বিশ্বের নেতা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ভারতের। তিনি আরো বলেন সারা বিশ্ব যখন সংকটে তখন আমাদের অঙ্গীকার নিতে হবে যে, অঙ্গীকার হতে হবে এই সঙ্কটের থেকেও বৃহত্তর। একবিংশ শতকে ভারতের শতক হিসেবে তৈরীর প্রয়াস চালাতে হবে। আর এই লক্ষ্য পূরণের উপায় হল আত্মনির্ভরতা। ভারত যে আত্মনির্ভরতা অর্জন করতে পারে তার দৃষ্টান্ত পাওয়া গেছে এই করোণাময় পরিস্থিতির মধ্যেই। ভারতে যখন করো না সংক্রামক শুরু হয় তখন ভারতে কোন পিপিই উৎপন্ন হতো না, কিন্তু এখন ভারতে প্রতিদিন 2 লক্ষ পি পি ই ও এন 95 মাক্স তৈরি করতে সক্ষম হয়েছে। এই দৃষ্টিভঙ্গির স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে, আমাদের ভারতের সবথেকে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের বৃহৎ জনসংখ্যা।এই বৃহৎ জনসংখ্যার ধরুন আমাদের চাহিদাও বেশি। তাই নিজেদের চাহিদা মেটানোর পর উৎপন্ন দ্রব্য বাইরেও বিক্রি করার প্রচেষ্টা চালাতে হবে তাহলেই অর্থনীতি উন্নতির পথে অগ্রসর হবে এবং নিজেদের পৃথিবীর এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুলো ধরতে পারবো।
0 Comments