মানুষের শরীরে করোনা কতদিন অব্দি বাস করে ,করোনার চিকিৎসায় প্লাসমা থেরাপি কতটা কার্যকরী
4 মে নিজস্ব সংবাদদাতা: এখনো অব্দি করণায় মৃতের সংখ্যা দু লক্ষেরও অধিক। বিশ্বজুড়ে মৃত্যুর থাবা কবে থামবে তা এখনো কেউ আন্দাজ করতে পারছে না। মানুষের মনে জাগ্রত হচ্ছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা। করোনাভাইরাস মানুষের শরীরে কতদিন অব্দি বেচে থাকতে পারে তা নিয়ে চলছে বিভিন্ন ধরনের বচসা, 14 দিন থেকে 20 দিন নয়, এই করোনা ভাইরাস মানুষের শরীরে বাস করতে পারে 37 দিন অবধি। এক থেকে কুড়ি দিন পর্যন্ত এই করোনাভাইরাস মানুষের শরীরে খুব সক্রিয় থাকে। কুড়ি দিনের পর থেকে ধীরে ধীরে এটি দুর্বল হয়ে 37 দিনের মাথায় একদম নিষ্ক্রিয় হয়ে যায়। এই তথ্য জানালেন ডক্টর বন্দোপাধ্যায় " ল্যানসেট" নামক স্বাস্থ্য বিষয়ক এক পত্রিকায়। তাই একজন রোগী সুস্থ হয়ে যাওয়ার পরেও তার মধ্যে দ্বিতীয় বার আবার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে মানুষের শরীরের প্লাজমা থেরাপি করোনা ভাইরাস এর ক্ষেত্রে খুব কার্যকরী একটা পদক্ষেপ। তবে এটি এখনো পরীক্ষাধীনে রয়েছে যদি এটি সফল হয় তাহলে করোনা আক্রান্তদের কাছে একটি আশীর্বাদ সূচক কাজ হবে। কি এই প্লাসমা থেরাপি? সদ্য করোনা থেকে সেরে ওঠা রোগীর রক্ত রস বা প্লাজমা নিয়ে সেটা করোনা আক্রান্তদের মধ্যে প্রয়োগ করলে এক অ্যান্টিবডির সৃষ্টি হয় যা করোনার মোকাবেলায় খুব কার্যকরী একটি পদ্ধতি।তবে এটা করোনার বিরুদ্ধে কতটা কার্যকরী ভূমিকা নেবে সেটা কয়েকদিন পর থেকেই জানা যাবে।
0 Comments