ফের ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার
নবান্ন, নিজস্ব সংবাদদাতা : আজ রাজ্য সরকারের অর্থবিভাগের পক্ষ থেকে একটি অফিস মেমোরান্ডাম জারি করে ঘোষণা করা হয় যে আগামী মঙ্গলবার ২৩শে জুন রাজ্যে রথযাত্রা উৎসবের জন্য সমস্ত অফিস কাচারী বন্ধ থাকবে। যেহেতু এই উৎসব পরিস্থিতিতে সোশ্যাল ডিস্টেনসিং পালন করা সম্ভব নয় তাই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সমস্ত সরকারি দপ্তর, আন্ডার টেকিং, লোকাল বডি, ষ্টাটুইট্যারি বডি বন্ধ থাকবে।
0 Comments