Google Ads

এবার করোনা এর কবলে পড়লেন বিগ বি

এবার করোনা এর কবলে পড়লেন বিগ বি


কলকাতা, নিজস্ব সংবাদদাতা : অবশেষে মরণাত্মক ভাইরাস করোনা থাবা বসালো বিগ বি এর উপর। বলিউড কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এর করোনা পসিটিভ রিপোর্ট পাওয়া গেল। একথা তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। তিনি আরও লেখেন যে তার বাড়ির কাজের লোকসহ সকলের করোনা পরীক্ষা করা চলছে, যদিও তাঁদের রিপোর্ট এখনও আসেনি। শনিবার সন্ধ্যায় অমিতাভ বচ্চন কে মুম্বাই এর নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

করোনা চলার জন্য আটকে রয়েছে তার অনেক শুটিং এমনকি তার বিখ্যাত রিয়ালিটি শো "কোন বানেগা কারোরপাতি" সেসন -১২। কিছুদিন আগেই অভিনেতা অয়ন মুখার্জী এর সঙ্গে ব্রাহ্মস্ত এর শুটিং করছিলেন। এই কাজে তার সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর ও আলিয়া। কিন্তূ পুনরায় করোনা এর জেরে বন্ধ হয়ে যায় শুটিং। বিগ বি এর অভিনয় সারাদেশের ব্যাপক একটা আনন্দের বিষয়। আজকে তিনি করোনা আক্রান্ত।

 অভিনেতা অমিতাভ বচ্চন টুইট এ লিখেছেন শেষ ১০ দিনে যাদের সঙ্গে তার দেখা হয়েছিল, তারা জানো করোনা পরীক্ষা করিয়ে নেয়। সবাইকে সুস্থ থাকার প্রার্থনাও জানিয়েছে বিগ বি। 

Post a Comment

0 Comments