Google Ads

অমিতাভ এর পর এবার অভিষেক এর covid পসিটিভ

অমিতাভ এর পর এবার অভিষেক এর covid পসিটিভ 


কলকাতা, নিজস্ব সংবাদদাতা : শনিবার সন্ধ্যাতেই জানা গেল কিংবদন্তি অমিতাভ অমিতাভ এর করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে। তিনি তার টুইট এ ব্যাপারটি জানান। এখন জানা গেলো অমিতাভ বচ্চন এর ছেলে অভিষেক বচ্চন এরও করোনা পসিটিভ ধরা পড়েছে। 

এই ব্যাপারটাও ঠিক একইরকম ভাবে অভিষেক বচ্চন টুইট করে জানান। তিনি লিখেছেন আজ আমি এবং আমার বাবা covid-19 পরীক্ষা করাই। আর দুজনের মধ্যেই করোনা পসিটিভ ধরা পড়েছে। তিনি আরও জানান, সব কিছু ঠিক হয়ে যাবে প্যানিক হওয়ার কোনো দরকার নেই। বলিউড সুপারস্টার অমিতাভ এবং অভিষেক বচ্চন দুজনেই মুম্বাই এর  হাসপাতাল এ রয়েছেন।

Post a Comment

0 Comments