Google Ads

আবারও ভারতের ফিরতে চাইছে পাবজি- ডিসট্রিবিউশন নিয়ে কথা বলতে চাইছে রিলায়েন্স জিওর সঙ্গে

 

আবারও ভারতের ফিরতে চাইছে পাবজি- ডিসট্রিবিউশন নিয়ে কথা বলতে চাইছে রিলায়েন্স জিওর সঙ্গে

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: চলতি মাসের শুরুতেই ব্যান্ড করা হয়েছিল আরও অনেকগুলি অ্যাপ। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পাবজি অ্যাপটিও। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী 69 নম্বর ধারায় পাবজি অ্যাপটি ভারতে ব্যান্ড করা হয়। তবে পাবজি খেলার চাহিদা ভারত থেকে মিটে যায়নি।


পাবজি মূলত দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা Bluehole Studio এর একটি গেম। ভারত থেকে নিষিদ্ধ হওয়ার পর পাবজি তার ফ্রাঞ্চাইজি চীনের টেনসেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছে।  এখন পাবজি চিন্তাভাবনা নিচ্ছে অন্যভাবে সমস্ত নিয়মকানুন মেনে ভারতে প্রবেশ করার। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, রিলায়েন্স জিও এর সঙ্গে ডিসট্রিবিউশন নিয়ে কথা বলছে পাবজি গেম।তবে যদিও দুটি সংস্থার তরফ থেকে কোনো অফিশিয়াল বিজ্ঞপ্তি জানা যায়নি বা প্রকাশ হয়নি।


দেশের জনসাধারণের তথ্য সুরক্ষা ও নিরাপত্তার জন্য দেশে 118 টি অ্যাপ ব্যান্ড করে দেওয়া হয় যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কয়েকটি অ্যাপ হলো পাবজি, ক্যামস্ক্যানার, টিক টক এবং লুডো এর মতো গেম। তবে সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই হয়তো পাবজি গেমটি আবারও ভারতে আসতে চলেছে।

Post a Comment

0 Comments