টেট প্রার্থীদের জন্য বড় ঘোষণা
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: 2014 সালে যে সমস্ত প্রার্থীরা টেট পরীক্ষায় পাস করেছিল তাদের জন্য বড় খবর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইট থেকেই। যে সমস্ত প্রার্থীরা পাস করেছিলেন এবং যাদের d.el.ed আছে, তারা নতুনভাবে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, তবে যে সমস্ত প্রার্থীরা টেট পাস করে রয়েছেন এবং d.el.ed, b.ed রয়েছে তারা আবেদন করতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। লিংকে ক্লিক করলে সেখানে টেট এর রোল নাম্বার এবং জন্মতারিখ চাওয়া হবে। রোল নাম্বার ও জন্মতারিখ দেওয়ার পর কিছু ইন্সট্রাকশন দেখাবে সেগুলো অনুযায়ী আবেদন করা যাবে।
আবেদন করা যাবে 25 নভেম্বর 2020 তারিখ থেকে 1 নভেম্বর 2020 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে আবেদনের জন্য কিছু শর্ত দেওয়া আছে এই শর্তগুলো পূরণ হলে তবেই আবেদন করা যেতে পারে। শর্তগুলি নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করলে, অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি:
http://www.wbbpe.org/WBBPE_NOTICE/notice231120.pdf
অফিশিয়াল ওয়েবসাইট লিংক:
0 Comments