Google Ads

কারা খেলবে কালকের একাদশে?- বিস্তারিত জানুন

 

কারা খেলবে কালকের একাদশে?- বিস্তারিত জানুন

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : কাল থেকে শুরু হতে চলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ। করোনা ভাইরাসের জেরে প্রায় 6 মাস বন্ধ ছিল সমস্ত ক্রীড়া প্রতযোগিতা , ক্রিকেট ও তার ব্যাতিক্রম। সেই অনুযায়ী ভারত প্রায় ১ বছর পর টেস্ট সিরিজ খেলতে নামবে। বিশ্বের বিভিন্ন ক্রিকেটপ্রেমী দর্শক এই সিরিজের খেলা দেখার জন্য উৎসাহি আছেন।ভারতের অধিনায়ক বিরাট কোহলি পিতৃকালীন ছুটি চেয়ে BCCI এর কাছে আবেদন জানিয়েছিলেন।


তাই তিনি প্রথম ম্যাচটি খেলে দেশে ফিরে আসবেন। ক্রিকেটপ্রেমীদের অধিকাংশ মনে করছেন বিরাট কোহলি ব্যতীত ভারতীয় দল খুবই দুর্বল।তার অনুপস্থিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন আজিঙ্ক রাহানে।অন্যদিকে রোহিত শর্মা সুস্থ হয়ে ওঠায় তিনিও শেষ দুটি টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া রওনা দেবেন বলে জানা গিয়েছিল।যদিও তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।যেহেতু, তার কোয়ারেন্টাইন পর্ব সময় মতো শেষ হবে কিনা সেটাই দেখার বিষয়।আসুন দেখে নিন ভারতীয় দলের কালকের  একাদশ ।-

১.বিরাট কোহলি ( অধিনায়ক)

২. মায়াঙ্খ আগারওয়াল

৩. পৃথ্বী সও

৪. চেতশ্বর পুজারা 

৫. আজিঙ্ক রাহানে ( সহ অধিনায়ক)

৬ হানুমা বিহারী

৭. রিদ্ধিমান সাহা

৮. রবিনচন্দ্র অশ্বিন

৯.উমেশ যাদব

১০. মহম্মদ শামি

১১. যশপ্রীত বুমরাহ।

Post a Comment

0 Comments