সল্প আমানতে 1.4% সুদ কমালো কেন্দ্র সরকার (পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি,
রেকারিং, ফিক্সড ডিপোজিট)
নিউ দিল্লী, 31.03.2020: অনেকদিন ধরেই দেশের
অর্থনীতি টালমাটোল। তারপর আবার এই করোনা ভাইরাসের জের। এই সঙ্কটের পরিস্থিতিতে আম
জনতাদের জন্য কিন্তু আবার কপালে চিন্তার ভাজ পড়লো। কেন্দ্র সরকার সেভিংস
অ্যাকাউন্ট ছাড়া সমস্ত প্রকল্পেই কিন্তু সুদ কমালো 0.70-1.4% হারে আগামি তিন মাস অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের জন্য।
এইদিন রাতে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রক এই কথা
ঘোষণা করে। বিভিন্ন স্কিম যেমন রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, সিনিয়ার সিটিজেন
সেভিংস স্কিম, এনএসসি, কেভিপি, পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনার কিন্তু সুদের হার
এক ধাক্কায় অনেকটা কমে গেল। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরি
জীবীদের জন্য কিন্তু সঞ্চয়ের হারে একটা বিরাট টান পড়বে। কেন্দ্রের তরফ থেকে আগেই
ইঙ্গিৎ দেওয়া হয়েছিল যে রিজার্ভ ব্যাংক সুদ কমাচ্ছে সেক্ষেত্রে কিছুটা সুদ সাধারণ
ব্যাংক অ্যাকাউন্ট-এও পড়বে। বিশেষজ্ঞ মহলের দাবি যে করোনা ভাইরাসের জেরে যে বিশ্ব
অর্থনীতিতে প্রভাব তার ফলস্বরূপ এই সুদের হার কম। ভবিষ্যতে তিন মাস পর পরিস্থিতি স্বাভাবিক
হলে এই সুদের হার বারতেও পারে বলে দাবি।
চলুন আমারা দেখে নিই নতুন সুদের হারের লিস্টঃ
নতুন
সুদের হার
প্রকল্পের নাম
|
পুরানো সুদের হার (%)
|
নতুন সুদের হার (%)
|
সেভিংস স্কিম
|
4
|
4
|
পিপিএফ
|
7.9
|
7.1
|
এনএসসি
|
7.9
|
6.8
|
সুকন্যা সমৃদ্ধি
|
8.4
|
7.6
|
কেভিপি
|
7.6
|
6.9
|
এমআইএস
|
7.6
|
6.6
|
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
|
8.6
|
7.4
|
রেকারিং
|
7.2
|
5.8
|
টার্ম ডিপোজিট(1-3 বছর)
|
6.9
|
5.5
|
টার্ম ডিপোজিট (5 বছর)
|
7.7
|
6.7
|
আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ভুলবেন না – ক্লিক করুন এখানে
0 Comments