ভারতীয় ক্রিকেটের ও অন্যান্য খেলোয়াড়রা কত টাকা ত্রাণ দিয়েছেন : Covid 19
1. অজিঙ্কা রাহানে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 10 লক্ষ টাকা দান
করেছেন।
2. ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর প্রধানমন্ত্রী
ত্রাণ তহবিলে 25 লক্ষ টাকা ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ত্রাণ তববিলে 25 লক্ষ টাকা দান
করেছেন।
3. লোকসভা সাংসদ ও ভারতীয় ক্রিকেটার গৌতম
গম্ভীর নিজের সাংসদ তহবিল থেকে 1 কোটি টাকার কথা ঘোষণা করেছে। এবং সঙ্গে নিজের একমাসের
বেতনও দান করেছেন।
4. নিজে BCCI 51 কোটি টাকা প্রধানমন্ত্রীর
তহবিলে দান করেছে।
5. ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল মুখ্যমন্ত্রী
ত্রাণ তহবিলে 25 লক্ষ টাকার অনুদান দিয়েছেন।
6. CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া নিজে আরো
5 লক্ষ টাকা দান করেছেন।
7. সৌরভ গাঙ্গুলি গরিবদের জন্য 50 লক্ষ টাকা
চাল দেওয়ার কথা জানিয়েছেন এবং গতকাল বেলুড় মঠের মহারাজদের হাতে 2000 কিলো চাল তুলে
দিয়েছেন বিলি করার জন্য।
8. সুরেশ রায়না মোট 52 লক্ষ টাকা দান করেছেন
যার মধ্যে 31 লক্ষ টাকা প্রধানমন্ত্রী তহবিলে এবং 21 লক্ষ টাকা উত্তর প্রদেশ ত্রাণ
তহবিলে।
9. ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও স্ত্রী অনুষ্কা
শর্মা টুইট করেন যে আমরা প্রধানমন্ত্রী তহবিলে ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তহবিলে
দান করছেন। এবং তাঁরা এই পরিস্থিতির জন্য চিন্তিত ও মর্মাহত, তাদের অনুদান যদি গরিব
মানুষের সাহায্য হয় তাহলে ভালো হবে।
10. ক্রিকেটার ও MLA লক্ষী রতন শুক্লা তার
3 মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন।
11. CAB পরিচালকেরা স্নেহাসিস গাঙ্গুলি, নিরেস
ওঝা, দেবব্রত দাস সকলে 1 লক্ষ টাকা করে অনুদান রেখেছেন।
12. ক্রিকেটার ইরফান পাঠান ও ইউসুফ পাঠান
4000 ফেস মাস্ক প্রদান করেছেন।
13. ক্রিকেটার শিখার ধবন প্রধানমন্ত্রীর ত্রাণ
তহবিলে টাকা দান করে একটি ভিডিও টুইট করে জানান।
14. ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন
মিতালি রাজ প্রধানমন্ত্রী ও তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর তহবিলে 5 লক্ষ করে 10 লক্ষ টাকা
দান করেছেন।
15. মহিলা ক্রিকেটার রিচা ঘোষ পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা দান করেন।
16. মহিলা ক্রিকেটার পুনম যাদব 2 লক্ষ টাকা
দান করেন।
17. মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা 1.5 লক্ষ
টাকা দান করেন।
18. SCA 21 লক্ষ টাকা দান করে গুজরাট মুখ্যমন্ত্রী
ও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে।
19. মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন মুখ্যমন্ত্রীর
ত্রাণ তহবিলে 50 লক্ষ টাকা দান করেছেন।
20. কর্ণাটক ক্রিকেট এসোসিয়েশন মুখ্যমন্ত্রী
ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 50 লক্ষ করে 1 কোটি টাকা দান করেছে।
21. রোহিত শর্মা বিভিন্ন ত্রাণ তহবিলে মোট
80 লক্ষ টাকা দান করেছেন।
22. ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক
ধোনি 1 লক্ষ টাকা দান করেছেন পুনের এক NGO তে, তারপর ফ্যান রা ক্ষুব্ধ হয় ধোনির ওপর।
তারপর স্ত্রী সাক্ষী টুইট করেন যে মিডিয়া ভুল প্রচার করছে, কারণ সে যখন দান করে সেটা
কাউকে জানায় না, এটা ওই পুনের NGO তে কম পড়ছিল তাই সেখানে দেয়।
23. ব্যাডমিন্টন প্লেয়ার পি ভি সিন্ধু অন্ধ্রপ্রদেশ
ও তেলেঙ্গানা তহবিলে 5 লক্ষ করে 10 লক্ষ টাকা ও নিজের স্যালারি দান করেন।
24. টেনিস তারকা সানিয়া মির্জা 1 কোটি 25
লক্ষ টাকা দান করেন বিভিন্ন তহবিলে।
25. মনু ভাকার 1 লক্ষ টাকা হরিয়ানা তহবিলে
দান করেন।
26. হিমা দাস আসাম সরকারকে তার 1 মাসের বেতন
দান করেন।
27. ভারতের সবচেয়ে ছোট ক্রীড়াবিদ হিসাবে এশা
সিং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 30000 টাকা দান করেন।
28. রেসলার বজরং পুনিয়া নিজের 6 মাসের স্যালারি
দান করেন।
29. যুবরাজ সিং পাকিস্তানের শাহিদ আফ্রিদির
ফাউন্ডেশনে টাকা দান করেন।
30. মিলখা সিং ও তার পরিবার মিলে 2 লক্ষ টাকা দান করেছেন।
এছাড়াও অনেকেই নিজের স্যালারি দান করেছেন
এবং অনেকেই জানাতে চাননি যে তিনি কত দান করেছেন।
0 Comments