সোমবার প্রবল বেগে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় "আমফান"
সোমবার আরো শক্তি নিয়ে রাজ্যে প্রবেশ করবে "আমফান"।মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে প্রায় 70 থেকে 110 মিলি মিটার বৃষ্টি হওয়ার সম্ভবনা।সঙ্গে হালকা ঝড় থাকবে।বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ে উত্তাল হচ্ছে সমুদ্র।তাই পশ্চিমবঙ্গ ও উড়িশার মৎসজীবিদের সতর্কবার্তা পাঠানো হচ্ছে।যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে আছে তাদের সোমবারের মধ্যে ঘরে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।সোমবার থেকে মৎসজীবিদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
Source: www.news365bangla.in
0 Comments