Google Ads

Test ranking ধাক্কা খেলেন কোহলি -- শীর্ষে উইলিয়ামসন।

Test ranking ধাক্কা খেলেন কোহলি -- শীর্ষে উইলিয়ামসন।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : সদ্য টেস্ট ব্যাটসম্যানদের ranking প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। ranking ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে টপকে শীর্ষ স্থান দখল করে নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮৯০। অধিনায়ক বিরাট কোহলি ৮৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এবং স্টিভ স্মিথ ৮৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।


পাকিস্তানের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অনবদ্য ১২৯ রানের সেঞ্চুরি ইনিংস খেলেন। তার নেতৃত্বে প্রথম টেস্টে নিউজিল্যান্ড দুরন্ত জয়লাভ করে।


অন্যদিকে আইসিসি প্রকাশিত বোলারদের ranking তালিকায় ৯০৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।তালিকায় প্রথম দশের মধ্যে সপ্তম স্থান দখল করে নিয়েছেন একমাত্র ভারতীয় বোলার রবিনচন্দ্র অশ্বিন।তার রেটিং পয়েন্ট ৭৯৩। অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস।এছাড়া এই তালিকায় প্রথম দশে যথাক্রমে তৃতীয় ও ষষ্ঠ স্থানে আছেন দুই ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিনচন্দ্র অশ্বিন।

Post a Comment

0 Comments