Google Ads

আজকের বিগ ব্রেকিং 10টি নিউজ


 আজকের বিগ ব্রেকিং 10টি নিউজ

কলকাতা, নিজস্ব সংবাদদাতা :

গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত এর সংখ্যা 14,264 জন। এই সময় সুস্থ হয়েছেন 11,667 জন এবং মৃত্যু হয়েছে 90 জনের।


আম্বানি পরিবার থেকে এবার নতুন বিনিয়োগ করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা খুলতে চলেছে আম্বানি পরিবার। এর জন্য তারা নিজের শহর গুজরাটকেই বেছে নিয়েছেন।


পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধি এর কারণে প্রতিবাদ করতে পুরুলিয়া রঘুনাথপুর 2 নম্বর ব্লক থেকে যুব তৃণমূলের বাইক মিছিল করা হয়েছে। রবিবার দিন 'খেলা হবে' স্লোগান দিয়েই মিছিল শুরু হয়েছিলো।


রাজ্যে একাধিক প্রকল্পের উদ্বোধন নিয়ে টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। তিনি লেখেন দেশের প্রগতিতে সেসব লোকেদের বিশেষ অবদান রয়েছে, তারা বাংলার পণ্যভূমিতেই জন্মেছিলেন।


অভিষেক বন্দোপাধ্যায় এর স্ত্রী রুজিরা নারুলাকে কয়লা কাণ্ডে নোটিশ ধারালো করলো সিবিআই। সিবিআই তদন্তে গেলে বাড়িতে কেউ না থাকায় নোটিশ দিয়ে এসেছেন গোয়েন্দারা।


পশ্চিমবঙ্গ পুলিশে আবারও নিয়োগ হচ্ছে টেলিকমিউনিকেশন এর বিভাগে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।


পুত্র সন্তানের জন্ম দিলেন করিনা কাপুর। দাদা হলেন তৈমুর।


তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতাধীন সিএসসি এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের (NHA) মধ্যে চুক্তি অনুযায়ী, এ বার থেকে আয়ুষ্মন ভারতের কার্ডটি সুবিধাভােগীকে বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দিনে দিনে সোশ্যাল মিডিয়া এর জগতে ভাইরাল হচ্ছে নতুন ভিডিও। সম্প্রীতি এক বাঁদরের সবজি কাঁটার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট জগতে ।


Post a Comment

0 Comments